পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে
পঞ্চগড়ে আবারও তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এতে শীতে কাঁপছে উত্তরের এ জেলা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে বলেন, আজ ফের তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ।
তিনি বলেন, রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমতে পারে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে হালকা কুয়াশায় জড়ানো পুরো জনপদ। সামান্য রোদ উঠছে কোথাও কোথাও। উত্তরের হিমেল হাওয়ায় নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাড়নায় নিম্নবিত্ত মানুষদের মধ্যে কাজে নেমে পড়ার ব্যস্ততা দেখা যাচ্ছে।
দিনমজুর হোসেন আলী ও চা শ্রমিক জামাল বলেন, কয়েকদিন পর আজ ঠান্ডা বেশি। কনকনে শীত, কাজে যেতে মন না চাইলেও পরিবারের কথা চিন্তা করে যেতে হচ্ছে।
শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। প্রতিদিন জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বাড়ছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুস্থ থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
এসকে দোয়েল/আরকে