খাবার খেতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তরুণের
জয়পুরহাটে দুপুরে খাবার খেতে দোকান থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় মারুফ হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিনহাজ হোসেন ওরফে আপেল (২২) নামে আরেক তরুণ আহত হয়েছেন। তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে জয়পুরহাট-বদলগাছী সড়কের সদর উপজেলার ভাদসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
নিহত মারুফ হোসেন সদরের ভাদসা ইউনিয়নের ভগবানপুর গ্রামের মিঠু হোসেনের ছেলে। আর আহত মিনহাজ হোসেন ওরফে আপেল একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। মিনহাজ ও মারুফ সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা বলে জানিয়েছেন স্বজনরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের দূর্গাদহ বাজারে মারুফ হোসেনের বাবার একটি ভাঙারি দোকান রয়েছে। মারুফ সকাল থেকে দোকানে ছিলেন। মিনহাজ সেখানে এসেছিলেন। দুজনে দুপুরের খাবার খেতে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে ভাদসা বাজার এলাকায় একটি বাস মোটরসাইকেলে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ হোসেনকে মৃত ঘোষণা করেন। মিনহাজকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের একজন মারা গেছেন। আর একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।
চম্পক কুমার/এমএসএ