জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে হামলা
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বরে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের নেতা কাজল গাজীর জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলা একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর জেরে শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমনের নেতৃত্বে যুবদলের ৩-৪শ জন কাজল গাজীর বাসায় হামলা ও ভাঙচুর চালায়।
আরও পড়ুন
পরে যুবলীগ নেতা কাজল গাজীর স্ত্রী গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা লীগ নেত্রী বিউটি বেগম ফেসবুকে একটি লাইভে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তাকে বাঁচানোর আকুতিও জানান তিনি।
গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতা সুমন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের ত্রাস কাজল গাজীর কত বড় সাহস সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এত বড় মন্তব্য করেছে। যা আমরা মুখেও আনতে পারছি না। হামলার ঘটনা কারা ঘটিয়েছে জানি না। তবে কাজলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, হামলার ঘটনা আমার জানা নেই। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের কাজল জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে মন্তব্য করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি হামলা হয়ে থাকে তবে সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে হয়তো। এমন কথা শুনার পর জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ঠিক থাকা মুশকিল।
নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী হাসান সৈকত/এমএসএ