দৌলতদিয়া বোর্ডিং থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির বোর্ডিং থেকে জিয়ারুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় যৌনপল্লির ২ নম্বর গেট সংলগ্ন নাটোরের আলিম বোর্ডিংয়ের ৪ নম্বর রুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জিয়ারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরা আজিনুর গ্রামের আরশাদ আলীর ছেলে।
জানা গেছে, দৌলতদিয়া যৌনপল্লির ২ নম্বর গেট সংলগ্ন নাটোরের আলিম বোর্ডিংয়ের ম্যানেজার আসাদ উল্লাহ দেওয়ান গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভাড়া তোলার জন্য ৪ নম্বর রুমে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। বোর্ডিংয়ের রেজিস্ট্রার পর্যালোচনা করে জানা যায়, মৃত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম। তিনি গত ২৩ নভেম্বর থেকে ওই বোর্ডিংয়ে সিট ভাড়া নিয়ে ৪ নম্বর রুমে থাকতেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএন