জামিনে মুক্ত হলেন রাজবাড়ীর সাবেক পৌর মেয়র তিতু
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর শেখ তিতু (৪২) ৮৪ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি রাজবাড়ী কারাগার থেকে বের হন। এরপর জেলগেট থেকে প্রাইভেটকারে করে চলে যান।
তিতুর জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হয়েছেন। তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর একটি দল আলমগীর শেখ তিতুকে গ্রেপ্তার করে। পরের দিন ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তিতুকে রাজবাড়ীর ১ নং আমলি আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. সুমন হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আলমগীর শেখ তিতু রাজবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের ২ নং বেড়াডাঙ্গা এলাকার মৃত আব্দুল গণি শেখের ছেলে। তিনি রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র। আওয়ামী লীগের রাজনীতি করলেও মেয়র নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি আওয়ামী লীগের থেকে বহিষ্কার হয়েছিলেন।
এর আগে, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেন রাজবাড়ী সরকারি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সক্রিয় সদস্য রাজিব মোল্লা। মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু ৭ নম্বর আসামি ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/জেডএস