সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেলফি তোলার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সাম্য দে (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভেতর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
সাম্য দে শ্রীমঙ্গল উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা সুব্রত দে ও শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের ক্লার্ক রিতা দে’র ছেলে। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল সাম্যের।
পুলিশ জানায়, সাম্য দে বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে যায়। সিলেটগামী একটি ট্রেন লাউয়াছড়ার বন অতিক্রম করার সময় সে ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে যায়। এ সময় ইঞ্জিনের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা দর্শনার্থীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে বা কারও দায় থাকলে আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে।
এমজেইউ