টঙ্গীতে তুলার গোডাউনে আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১২টার দিকে হঠাৎই আগুনের সূত্রপাত হয় তুলার গুদামটিতে। আগুন মুহূর্তেই পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার রাত ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় রাত ২টা ৩০ মিনিটে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
শিহাব খান/জেডএস