কয়েক দিনের মধ্যেই দেশে টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের কাছে ৩ কোটি করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) অর্ডার দেওয়া হয়েছিল। যেহেতু ভারতে করোনা পরিস্থিতি ভালো হয় নাই, অনেক দুর্যোগ চলছে। তারা আমাদের টিকা দিতে পারেনি। সেজন্য আমাদেরও কিছুটা টিকার সংকট দেখা দিয়েছিল।
জাহিদ মালেক আরও বলেন, আমরা ইতিমধ্যে রাশিয়া, চীনের সঙ্গে টিকা পেতে চুক্তি করেছি। আমেরিকার সঙ্গে চুক্তি করার জন্য চেষ্টা করছি এবং যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনা করছি। আশা করছি কয়েক দিনের মধ্যে দেশে টিকা আসবে।
শনিবার (২২ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন আমাদের আরও কিছু টিকা উপহারস্বরূপ দেবে। চীন ও রাশিয়ার কাছে থেকে টিকা কেনার জন্য আমারা সব প্রস্তুতি গ্রহণ করেছি। কিন্তু আমরা চাই না দেশে একটা গণ্ডগোল হোক, একটা সমস্যা হোক। দেশে সমস্যা হলে পরে আমরা টিকা নাও পেতে পারি। আমরা যদি টিকা না পাই, করোনা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব না।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে ৩০ লাখ লোকের রক্তের বিনিময়ে। এই দেশ কখনও স্বাধীন ছিল না। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন তো আমরা স্বাধীনতার স্বাদ পাচ্ছি। এই দেশে আমাদের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, আজকে করোনার জন্য লেখাপড়া বন্ধ। ছেলে-মেয়েরা কোনো পরীক্ষা দিতে পারে না। আমাদেরকে ওই দিকে চিন্তা করতে হবে। আশা করেছিলাম দেশের উন্নয়ন ৮% হবে, সেটা হচ্ছে না। করোনার জন্য কমে গেছে উন্নয়ন। এর মধ্যে যদি আমরা কিছু বিশৃঙ্খলা দেশে ঘটাই, তাহলে দেশ আরও পিছিয়ে যাবে। উন্নয়ন থেমে যাবে। যেটা আমরা চাই না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবাই দেশের কাজ করি। যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, সরকারি কর্মকর্তা আছেন, সাংবাদিক আছেন- সকলেই দেশের উন্নয়নে কাজ করেন। সবাই মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে, সেই সমস্যাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। অন্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেক ভালো আছে।
সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, সহসভাপতি ও পৌর মেয়র রমজান আলী, সম্পাদক আব্দুস সালাস, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সম্পাদক আফসার উদ্দিন, সদর উপজেলা কমিশনার (ভূমি) তাসলিম শিরিন মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
সোহেল হোসেন/এমএসআর