রাজবাড়ীতে বাসে তল্লাশি করে ৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ
রাজবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৩৭ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ মো. ফাহিম ফয়সাল জিম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. ফাহিম ফয়সাল জিম কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে সদর উপজেলার খানখানাপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে তল্লাশি চলাকালে ঢাকাগামী যাত্রীবাহী এসবি সুপার ডিলাক্সকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি করার সময় মো. ফাহিম ফয়সাল জিম নামের এক যাত্রী কৌশলে পালানোর সময় তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, দুবাইয়ের দিরহাম, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনি মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রুনাই ডলার, কাতারের মুদ্রা, ভারতীয় মুদ্রা রুপি জব্দ করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, আনুমানিক বাংলাদেশি টাকার ৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/জেডএস