সাতক্ষীরায় গুদামজাত ৩ টন রসুন জব্দ, লাখ টাকা জরিমানা
সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযানে ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজের গোডাউন থেকে তিন টন গুদামজাত রসুন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা।
অভিযানে মেসার্স আরডি এন্টারপ্রাইজের গোডাউন থেকে উদ্ধার হওয়া তিন টন রসুনের আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। রসুন গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক শ্রী পংকজ দত্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিজিবি কর্তৃক পরিচালিত এমন অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ইব্রাহিম খলিল/এমজেইউ