দিন দিন বড় হচ্ছে শিশু জুবায়েরের জিহ্বা, ভয়ে কাছে আসে না সহপাঠীরা
জন্মের পর থেকেই বিরল হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত হয়ে দুঃসহ জীবনযাপন করছে ১২ বছরের শিশু জুবায়ের আল মাহমুদ। এই রোগের কারণে তার জিহ্বার আকৃতি বৃদ্ধি পেতে পেতে মুখ থেকে ঝুলে বুকে পড়েছে। অর্থ সংকটের কারণে অটোরিকশা চালক বাবা আমিনুল ইসলাম ছেলের চিকিৎসায় সম্ভাব্য খরচ ১৫ লাখ টাকা জোগাতে বার বার ব্যর্থ হয়েছেন।
ফলে ১২ বছর ধরে বিনা চিকিৎসায় ভুগে প্রতিবেশীসহ স্কুলের সহপাঠীদের কাছ থেকে কার্যত বিচ্ছিন্ন জীবনযাপন করছে ওই শিশু। এতে করে শিশু জুবায়েরের শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে তার বাবা।
এদিকে এ খবর পেয়ে বরিশাল সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ ৫০ হাজার টাকা সরকারি সহায়তার ব্যবস্থা করেছেন।
শিশু জুবায়ের আল মাহমুদ পিরোজপুরের নেছারাবাদের পূর্ব ছারছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আমিনুল পিরোজপুরের ছারছিনা গ্রামের বাসিন্দা।
শিশুটির বাবা আমিনুল ইসলাম বলেন, জন্মের পর থেকে জুবায়েরের জিহ্বার আকৃতি বড় হচ্ছে। অর্থের অভাবে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারছি না। তাই রাষ্ট্রের সহায়তার পাশাপাশি হৃদয়বান মানুষের কাছে সহায়তা চাইছি।
তিনি আরও বলেন, এই রোগের কারণে আমার ছেলের কাছে আসতে সহপাঠীসহ অন্যরা ভয় পায়। ফলে যত বড় হচ্ছে আমার ছেলেও একা হয়ে যাচ্ছে।
বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, শারীরিক অসুস্থতা থাকলে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তাই দ্রুত ওই শিশুর সুচিকিৎসা নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সামর্থবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, পিরোজপুরের বাসিন্দা হওয়ায় ওই এলাকার সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকারি সহায়তার ব্যবস্থা করেছি। এছাড়া ব্যক্তিগতসহ বিভিন্ন মাধ্যম থেকে ওই শিশুকে সহায়তা অব্যাহত রয়েছে। জুবায়েরের সুন্দর জীবন নিশ্চিতে দ্রুত সুচিকিৎসা দরকার।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর