ভ্রাম্যমাণ বাসে দেওয়া হচ্ছে তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভ্রাম্যমাণ বাসের ভেতরে দেওয়া হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে টেকাব-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ বাসের ভেতর কম্পিউটার প্রশিক্ষণার্থীদের কলরব। প্রতি আসনের সামনে একটি করে রাখা আছে ল্যাপটপ। সেই আসনে বসেই তরুণ-তরুণীরা নিচ্ছেন প্রশিক্ষণ।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, যুব উন্নয়নের অধীন টেকনোলজি ইমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) নামে একটি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ বাসে করে কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীন উপজেলার ২০ জন নারী শিক্ষার্থীসহ ৪০ জন শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ বাসে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। গত ১ ডিসেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ভ্রাম্যমাণ বাসে দুইজন প্রশিক্ষক রয়েছে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে।
এদিকে প্রশিক্ষণ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, যুব উন্নয়ন অধিদপ্তর টেকাব-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণার্থী হিসেবে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। এ প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং শিক্ষা গ্রহণ করছে। প্রশিক্ষণের আগে কম্পিউটার সম্পর্কে তাদের বেশি ধারণা ছিল না। বর্তমান যুগে প্রতিক্ষেত্রেই কম্পিউটার জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এখন প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে বলে জানান তারা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আসা যুবক ছেলেমেয়েদের এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেটসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। আমরা আশাবাদী এই কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
ব.ম শামীম/আরকে