‘১৭ বছর পর আমরা উন্মুক্ত ময়দানে বিজয় দিবস পালন করছি’
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, ১৭ বছর পর আমরা বিজয় দিবস পালন করছি উন্মুক্ত ময়দানে। গত ১৭ বছর আমরা বের হতে পারিনি। খোলা মাঠে ময়দানে প্রোগ্রাম করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর আমাদের কোনো কথা বলতে দেয়নি। বিগত সরকারের সময় আমাদের মৌলিক কোনো স্বাধীনতা ছিল না।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের শ্রিপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির বলেন, হাসিনার সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিগত ১৭ বছর ধরে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের এদেশে আর ফেরত আসতে দেওয়া যাবে না। সুদ ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য কোরআন সুন্নাহর কোনো বিকল্প নেই। আমাদের ভৌগোলিক স্বাধীনতা ছিল। কিন্তু আমাদের রাজনৈতিক স্বাধীনতা,গণতান্ত্রিক স্বাধীনতা কোনোদিন ছিল না। গণতান্ত্রিক অধিকার আমাদের ছিল না। একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে আমাদের সবকিছু তারা হরণ করেছিল।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তার উদ্যোগে রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও খুন করেছে। হাসিনা ও তার পরিবার, তার বোনের মেয়ে টিউলিপ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করেছে। আমরা মনে করি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু স্বাধীন সরকার নেই। স্বাধীনতার ৫৪ বছরেও একটি স্বাধীন ও গণতান্ত্রিক সরকার আমাদের ভাগ্যে নেই। আগামী দিনে সংস্কারের মধ্যে দিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। আজকে মানুষ যদি ইসলামী রাষ্ট্র চায় তবুও তাকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংস্কার করে তাদেরকেও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, জেলা শূরা সদস্য সোলাইমান মুন্সি, জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও বায়তুলমাল সম্পাদক ফেরদৌসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মওলানা সৈয়দ আহম্মেদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য পৌর জামায়াতের আমির ডা. হাফিজুর রহমান হাফিজ, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন বক্তব্য রাখেন।
এসময় জেলা জামায়াতে ইসলামী, সদর উপজেলা জামায়াতে ইসলামী, পৌর জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১২ সালের পর জেলা জামায়াতের অফিস বন্ধ ছিল। গতকাল ১৬ ডিসেম্বর শ্রিপুর আলগাজ্জালি স্কুলের পাশে আনুষ্ঠানিকভাবে জেলা জামায়াতের অফিস উদ্বোধন করা হয়।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে