আলোচনা করে নির্বাচনের একটা তারিখ ঠিক করা উচিত : সরোয়ার
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামী লীগ তিনবার মানুষের ভোট হরণ করেছে। সব মানুষে মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এই মুহূর্তে নির্বাচনকে গুরুত্ব দিতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর এবং মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, উপদেষ্টাবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া জরুরি। আলোচনা করে নির্বাচনের একটা তারিখ ঠিক করা উচিত। একইসঙ্গে নির্বাচনের একটা রোডম্যাপ হওয়া দরকার যে কোনটার পরে কোনটা করা হবে। আলোচনায় উঠে আসবে কোনটা পার্লামেন্ট ছাড়া হবে না, প্রয়োজনে এগ্রিমেন্ট করে নেবেন তারা।
তিনি আরও বলেন, ভারত যদি আমাদের বন্ধু হয়, তাহলে এ দেশের সম্পদ নিতে চায় কেন তারা। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের চিন্তাভাবনা কী ছিল তা আমরা জানি। মুক্তিযুদ্ধের সময় জনগণের সম্পদ এবং মুক্তিযুদ্ধের সম্পদ নেওয়ার সময় মেজর এম এ জলিল বাধা দিয়েছিলেন। তখন তাকেও বন্দি করা হয়েছিল।
সরোয়ার বলেন, ভারত আমাদের বন্ধু হলেও তারা বিভিন্ন কথাবার্তা বলে আমাদের দেশ চালানোর চেষ্টা করছে। বিজিবি নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার মনে হয় না তার চিন্তাধারায় কোনো পরিবর্তন এসেছে। তাদের ইচ্ছা হলো একটি পুতুল সরকার বানিয়ে আমাদের দেশ পরিচালনা করার।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর