পলাতক ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল অবৈধ আগ্নেয়াস্ত্র
নোয়াখালীর সেনবাগ উপজেলার পলাতক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।
রোববার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পলাতক মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান হলেন ফিরোজ আলম রিগান। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদ রোববার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান ফিরোজ আলম রিগানের বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাসার লোকজন পালিয়ে যায় এবং প্রায় ১ ঘণ্টার বেশি সময় খোজাখুজির পর একটি পরিত্যক্ত বস্তার ভেতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মিমি পিস্তল (বিদেশি) পাওয়া যায়। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।
এ বিষয়ে মুঠোফোনে ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগান ঢাকা পোস্টকে বলেন, গত ৫ আগস্ট থেকে আমি বাড়িতে নেই। আমাদের বাড়িতে তালা ঝুলছে। কীভাবে আগ্নেয়াস্ত্র পেল বিষয়টি আমার জানা নেই।
নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ৭.৬৫ মিমি পিস্তলটি সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্নেল রিফাত আনোয়ার।
হাসিব আল আমিন/এমএসএ