চাঁপাইনবাবগঞ্জে আটজনের দেহে করোনার ভারতীয় ধরন
প্রাণঘাতী করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে ভারতীয় সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জ জেলা। গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে কেবল তিনজনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে দুজনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অন্যজন বগুড়ায় মারা গেছেন।
শনিবার (২২ মে) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৫৭০ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের। নতুন করে ২২ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে। এছাড়া নওগাঁয় ১৮ জন, বগুড়ায় ৯, পাবনায় ৯, সিরাজগঞ্জে ৮, চাঁপাইনবাবগঞ্জে ৬ এবং নাটোরে চারজনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) উপপরিচালক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৩৮ জন করোনার রোগী। এর মধ্যে ৮৮ জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন আরও ১৪ জন। এদের নয়জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
তিনি আরও জানান, তবে শঙ্কার বিষয় হলো চাঁপাইনবাবগঞ্জের করোনা আক্রান্তদের আটজনের দেহে ভারতীয় ধরনের উপস্থিতি। তাদের শারীরিক পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। তাছাড়া আইসিডিডিআরবিতে তাদের করোনার নমুনা বিশ্লেষণ হচ্ছে। ফল পেলে বোঝা যাবে এই নতুন ধরনের করোনা কতটা বিধ্বংসী।
উপপরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, দেশে করোনার ভারতীয় ধরনের উপস্থিতি খুবই শঙ্কার। এই করোনা ছড়িয়ে পড়লে পুরো রাজশাহী অঞ্চলের করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটবে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫২৭ জন। এর মধ্যে ৩০৯ জন বগুড়ার বাসিন্দা।
এছাড়া রাজশাহীতে ৮০ জন, নওগাঁয় ৩৭, চাঁপাইনবাবগঞ্জে ২৫, সিরাজগঞ্জে ২৩, পাবনায় ২২, নাটোরে ২০ এবং জয়পুরহাটে ১১ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত করোনাজয় করেছেন ৩০ হাজার ৬৫৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৭৫৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা নিয়ে ভর্তি হয়েছেন ৮ জন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর