মাগুরায় মাদক সেবনের দায়ে কারাদণ্ড-জরিমানা
মাগুরার শ্রীপুরে মিজানুর রহমান খাঁ (৫৫) নামে এক বৃদ্ধকে মাদক সেবনের দায়ে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।
জানা যায়, শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামের মৃত ফাহিদুল খাঁ’র ছেলে মিজানুর রহমান খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। রোববার দুপুরেও তিনি তার নিজ গ্রাম তখলপুরে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। পরে সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস তখলপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা সেবন অবস্থায় মিজানুরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। মাদক কারবারি যতবড় শক্তিশালী হোক না কেন ধরতে পারলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।
এমজেইউ