সদরপুরে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার সদর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মামুন।
গ্রেপ্তার হওয়া অপর দুইজন হলেন, ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সুমন মিয়া (২৫) ও চেয়ারম্যানের সহযোগী তারেক সরদার (৪০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে কৃষ্ণপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামান ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল ফকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে গত ৪ ডিসেম্বর দুপুরে কৃষ্ণপুর বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলি ছোড়ার ঘটনাও ঘটে। গুলিতে বিল্লাল ফকিরের সমর্থক মো. রুবেল হোসেন আহত হন।
আরও পড়ুন
পরবর্তী সময়ে রুবেল শেখ ১০ ডিসেম্বর বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামানসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন সদরপুর থানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো. মামুন বলেন, কক্সবাজার র্যাব-১৫ ইউপি চেয়ারম্যানের তার ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের আমাদের কাছে সোপর্দ করে র্যাব। থানায় মামলা দায়েরের পর থেকে আসামিরা নিজ এলাকা থেকে পালিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন।
প্রসঙ্গত, আকতারুজ্জামান ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নিয়ে নির্বাচন করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
জহির হোসেন/আরকে