দখলদারদের গ্রেপ্তারের দাবিতে যুবদলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নরসিংদীতে দখলদার, চাঁদাবাজ ও লুটেরাদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নরসিংদী জেলা বিএনপির একাংশসহ জেলা যুবদলের নেতাকর্মীরা।
আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে হামলা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ছবি ভাঙচুরের প্রতিবাদে নরসিংদী জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি সাহেপ্রতাপ মোড় থেকে শুরু হয় মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ভূঁইয়া ফিলিং স্টেশন হয়ে সাহেপ্রতাপ মোড়স্থ আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসের সামনে এসে শেষ হয়। পরে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ মোহাম্মদ শানুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বাবুল সরকার বলেন, বিএনপির দুঃসময়ে রাজপথে দেখা যায়নি কিন্তু ৫ আগস্টের পরে এমন নেতাকর্মীদের ভিড়ে ত্যাগী নেতারা আজ স্থান পাচ্ছে না। আর এই সব হাইব্রিড বিএনপির নতুন মুখের নেতারা ছত্রছায়ায় থেকে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটরাজ ও টেন্ডার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, বিএনপি কাউকে কারো অফিস ভাঙচুরের ঠিকাদারি দেয়নি। তাহলে আপনারা কার অর্ডারে কার নির্দেশে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। অফিস ভাঙচুরের পাশাপাশি আপনারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ছবি ভাঙচুর করেছেন। যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে তাদের পক্ষে এ কাজ কখনো সম্ভব নয়। আপনারা কার ছত্রছায়া থেকে আজ এই অরাজকতা করে যাচ্ছেন তা কিন্তু নরসিংদীবাসীর অজানা নয়।
এ সময় তিনি শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আগামী দিনের জন্য প্রস্তুত হতে বলেন। দলের ভাবমূর্তি রক্ষায় শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ওই সকল হাইব্রিড নেতাদের যারা চাঁদাবাজি ও লুটরাজের সঙ্গে জড়িত তাদেরকে প্রতিহত করতে হবে।
তিনি পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাছে আহ্বান থাকবে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিস ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করুন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। নয়তো আমরা নরসিংদীতে সড়কপথ ও নরসিংদী বাজার অবরুদ্ধ করে রাখব।
জেলা যুবদল নেতা শাহেন শাহ শানু বলেন, আজ বিএনপির নাম ভাঙিয়ে কতিপয় সন্ত্রাসীরা চাঁদাবাজি, লুটতরাজ, নদী দখল করে অবৈধ বালু উত্তোলন করছে। তারাই গতকাল এই আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারা শুধু অফিস ভাঙচুর করেই ক্ষান্ত থাকেনি। ভাঙচুর করেছে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, ভাঙচুর করেছে বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ছবি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষন বলতে চাই অনতিবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করুন। নয়তো আমরা শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকব না। পাশাপাশি তিনি মেঘনা নদী থেকে চুম্বক ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনকারী আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বালু খেকো কাইয়ুম সরকারকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান।
তিনি পরিবহন মালিক সমিতির অফিসে হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যগ্রেপ্তার করার দাবী জানান। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কসহ রেলপথ অবরোধ করার হুশিয়া দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আসলাম ভূঁইয়া, যুবদল নেতা মনির হোসেন মনির, শরিফ মোল্লা, সাদ্দাম সরকার ও সারোয়ার হোসেন হৃদয় প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নরসিংদীর সাহেপ্রতাপ মোড়স্থ আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে কতিপয় দুষ্কৃতিকারীরা। এ সময় অফিসের চেয়ার টেবিলসহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ছবি ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) জেলা যুবদলের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
তন্ময় সাহা/আরকে