ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আটক ১৭
ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ ঘটনায় দুপক্ষের ২৫ জন আহত হয়েছেন। এ সময় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ১৩টি মোটরসাইকেল।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশন কারখানায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে অভিযান চালায় সেনাবাহিনী। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। একইসঙ্গে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন
এদিন রাতে এ তথ্য নিশ্চিত করেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর।
তিনি বলেন, রাইদা কালেকশন নামের একটি কারখানায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ গ্রুপ এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনার এক পর্যায়ে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। বতর্মানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আমান উল্লাহ আকন্দ/এমএসএ