হাত-পা বাঁধা অবস্থায় পুকুরে মিলল শিশুর মরদেহ
সাতক্ষীরা আশাশুনিতে হাত-পা বাঁধা অবস্থায় নুসরাত জাহান রাহি (৯) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার রবিউল ইসলাম রুবেল মেয়ে। সে আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা ও আশাশুনি সার্কেল) হাসানুর রহমান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
নিহতের পরিবারের বারত দিয়ে ওসি জানান, ঘটনার দিন সকালে বাড়ির পাশের সম্বালা বসুর বাড়িতে অন্যদের সঙ্গে খেলছিল শিশু নুসরাত। এর কিছুক্ষণ পর নিখোঁজ হয় সে। এরপর দুপুর ১টার দিকে বাড়ির পাশে সোলায়মান আজিজের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে সোলায়মানের স্ত্রী। সে সময় শিশুটির হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা ও আশাশুনি সার্কেল) হাসানুর রহমান বলেন, যেহেতু মরদেহের হাত-পা বাধা ছিল, এজন্য আমরা ধারণা করছি এটি হত্যাকাণ্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনা হয়েছে। কাউকে আটক করা হয়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো ।
ইব্রাহিম খলিল/এএমকে