বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বোরহান মুফতি (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় মোটরসাকেল চালক রাব্বি মুফতি (২৫) আহত হন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উপজেলার পূর্ব দারাদিয়া গ্রামের শাহ আলম মুফতির ছেলে। আহত রাব্বিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঠালিয়া ব্রিজের কাছে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল আারোহী বোরহান ও চালক রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এসময় কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন এবং রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরকে