ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস
তীব্র শীতে নাকাল উত্তরের জেলা নওগাঁ। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। গতকাল সকাল ১০টার পর সূর্যের দেখা মিললেও নেই কোনো প্রখরতা।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেশি। সন্ধ্যা নামার আগেই ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো জেলা। ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহন গুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। আজ ৯টার পর সূর্যের দেখা মিললেও নেই সূর্যের কোনো তীব্রতা।
গৃহ নির্মাণ কাজের সঙ্গে জড়িত নির্মাণ শ্রমিক ইমরান বলেন, ‘তিন চার দিন থেকে শীত অনেক বেশি। শীতের কারণে সকাল বেলা কাজ করতে খুব কষ্ট হয়। তার মধ্যে আমাদের এই কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ। শীত লাগলেও কাজে যেতে হচ্ছে। তাছাড়া তো সংসার চালানো যাবে না।’
নওগাঁ বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন ঢাকা পোস্টকে বলেন, গতকালের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কমেছে। তাপমাত্রা কমায় এবং সূর্যের প্রখরতা না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ এরকমই উঠানামা করতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
মনিরুল ইসলাম শামীম/আরকে