ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু
জেলায় আজ ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং পাঁচ হাজার ৩৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের পরিচালক (অর্থ) আবুল কালাম আজাদ।
এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ফারজানা সুলতানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৮০ দিন মিলটি চালু রেখে ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৫০ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ।
এমএসএ