নতুন বাংলাদেশে আর দখলদারিত্ব চলবে না
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি। এ ঐক্য বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে আর দখলদারিত্ব চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
আতাউর রহমান ঢালী বলেন, দেশের বিভিন্নস্থানে এখন দখলদারিত্ব চলছে। আমরা স্পষ্টভাবে বলছি আমাদের অবস্থান এসব দখলদারদের বিরুদ্ধে।
আরও পড়ুন
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, তা এক কথায় কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এ গণহত্যার বিচার হোক। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এ গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পৃথিবীর সামনে এ গণহত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি যারা করেন তারা সবাই ক্রীড়া প্রেমী। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, কালিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বশিরুল হক বাচ্চু মিয়াজী, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম সরকারসহ অনেকে।
আনোয়ারুল হক/এমএসএ