রেললাইনে বসে হেডফোনে গান শুনছিলেন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলার রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন মেহেদী হাসান (২০) নাম এক যুবক। পরে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে মেহেদীর মরদেহ তার গ্রামের বাড়ি সাদুল্যাপুর উপজেলার ফারাজীপাড়ায় দাফন করা হয়।
এর আগে রাত পৌনে ১০টার দিকে সাঘাটার বোনারপাড়া রেললাইনের বোর্ড বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
মেহেদী হাসান সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের মিজানুর রহমান আকন্দের ছেলে।
স্বজনদের তথ্য অনুযায়ী, দুই মাস আগে বিয়ে করেছিলেন মেহেদী হাসান।
বৃহস্পতিবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান। ওই দিন রাতে বোর্ড বাজার এলাকায় রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এসময় রংপুর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া অভিমুখে আসার পথে রাত পৌনে ১০টার দিকে বোর্ড বাজার আউট সিগন্যালের কাছে পৌঁছালে তাকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ফারাজীপাড়া গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক ট্রেনের ধাক্কায় মারা গেছেন। বিকেলে তার মরদেহ দাফন করা হয়েছে।
রিপন আকন্দ/এমএসএ