খাগড়াছড়িতে জিপ উল্টে যুবক নিহত
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় জিপ উল্টে মো. মনির হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ভাইবোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনাকবলিত গাড়ির চালক ছিলেন না।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোহাম্মদ শাহজাহান/এমজেইউ