ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুমকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় ছাত্রদল নেতা সোহাগ চৌধুরী হত্যায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক ইউপি চেয়ারম্যান কাইয়ুমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সাধারণ জনগণের ব্যানারে উপজেলার ডৌহাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকশ নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রদল নেতা সোহাগ চৌধুরী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে আসামি করার বিষয়টি ষড়যন্ত্রমূলক এবং দুঃখজনক। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিচার করা হোক। কিন্তু একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান কাইয়ুমকে এই মামলায় আসামি করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় কলতাপাড়া বাজার কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন, বজলুল হক, হারুন অর রশিদ, কাজী নাজমুল, রহিম, খালিদ সাইফুল্লাহসহ ইউপি সদস্য, বাজারের সাধারণ ব্যাবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আকন্দ/আরএআর