বরগুনায় আ.লীগ নেতা মন্টু গ্রেপ্তার
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেযারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানায়নি পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঢাকা পোস্টকে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের পর মামলা বা অভিযোগের বিষয় জানানো হবে।
আব্দুল আলীম/আরকে