সমন্বয়কদের ছিনতাই হওয়া মোবাইলসহ আরও ৩ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় চোরাই মোবাইলসহ আরও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ ১৪৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাকিব মিয়া, আনোয়ার ও মিন্টু মিয়া।
আরও পড়ুন
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, গত রোববার দিবাগত রাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও মোবাইল ছিনতাই হয়। সেই ঘটনায় তাৎক্ষণিক আমরা অভিযান পরিচালনা করে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য মতে, গতকাল রাতে আরও ৩ ছিনতাইকারীসহ ১৪৮ মোবাইল ফোন উদ্ধার করেছি। আইনানুগ কার্যক্রম শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মীমরাজ হোসেন/আরকে