ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডোবায় মিলল যুবকের মরদেহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আলেখারচর এলাকার একটি ডোবায় কম্বলে মোড়ানো ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবককে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরিফ আজগর/আরএআর