কক্সবাজারে গণপিটুনিতে হত্যা মামলার আসামি নিহত
কক্সবাজারের চকরিয়ায় গণপিটুনিতে কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি ধলা মিয়া ওরফে দানু মিয়া (৩৫) নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের লাল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ধলা মিয়া মহেশখালী থানার মাহারা পাড়া এলাকার ৩নং ওয়ার্ডের কলমদরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়ার চাঞ্চল্যকর কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি ধলা মিয়া ও একই মামলার ২নং আসামি মোবারক আলীকে আজ সকালে চকরিয়া লাল ব্রিজ এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা ধাওয়া করেন। এ সময় স্থানীয়রা ধলা মিয়াকে আটক করে গণপিটুনি দেন।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, চকরিয়ার কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি ধলা মিয়া গণপিটুনিতে নিহত হয়েছে। আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে আহত অবস্থায় হরিণাফাঁড়ি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাইদুল ইসলাম ফরহাদ/এমজেইউ