ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে এ যানজট সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে শুরু করেছে।
স্থানীয়রা জানান, বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে যান চলাচল ধীরগতি হয়। গৌরিপুরে কচুয়া সড়কের গাড়িগুলো মহাসড়কে উঠতে গিয়ে যানজট সৃষ্টি হয়। অপরদিকে ধীরগতির ফলে দ্রুত মহাসড়ক পাড়ি দিতে অনেক যানবাহন উল্টোপথে চলাচল শুরু করে। যার ফলে যানজট দাউদকান্দির গৌরিপুর, শহিদনগর, স্বল্প পেন্নাই, রাজারহাট পর্যন্ত পৌঁছায়।
আরও পড়ুন
তিশা পরিবহনের কয়েকজন যাত্রী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছি। বাকিপথ ভালোভাবে এলেও দাউদকান্দির স্বল্প পেন্নাই এসে দুই ঘণ্টার মতো আটকে আছি।
ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের চালক আবু মুছা বলেন, দেড় ঘণ্টার মতো দাউদকান্দি অংশে আটকে ছিলাম। এখন কিছুটা কমেছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকালের দিকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। উল্টোপথে কিছু গাড়ি চলায় যানজট আরও বেড়েছিল। পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
আরিফ আজগর/আরকে