ব্যবসায়ীর লুট হওয়া সার ছাত্রদল নেতার বাড়ি থেকে উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্যবসায়ী পিকআপ থেকে লুট হওয়া সার রাশেদুল ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রাম থেকে সার উদ্ধার করা হয়।
রাশেদুল ইসলাম সবুজ ওই গ্রামের আবু তালেবের ছেলে। তিনি উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার একজন ব্যবসায়ী পিকআপ যোগে সোমবার কালীগঞ্জ উপজেলার চাপারহাট থেকে বিভিন্ন জাতের ৮০ বস্তা সার নিয়ে পাটগ্রামে যাচ্ছিলেন। এ সময় পিকআপটি হাতীবান্ধা উপজেলার দোয়ানি মোড়ে পৌঁছালে ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সবুজ ও বড়খাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামের ভাতিজা শরিফুল ইসলাম সবুজসহ কয়েকজন যুবক পিকআপটি আটক করে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাতীবান্ধা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ রাতে অভিযান চালায়। এ সময় ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সবুজের বাড়ির গোয়ালঘর থেকে ১১ বস্তা এবং শরিফুল ইসলম সবুজের হেফাজতে থাকা বাঁশঝাড় থেকে ৩৬ বস্তা মিলে মোট ৪৭ বস্তা সার উদ্ধার করে পুলিশ। তবে অভিযুক্তরা পলাতক থাকায় পুলিশ তাদেরকে আটক করতে পারেনি।
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ নোমান জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ব্যবসায়ীর ৮০ বস্তা সারের ৫৩ বস্তা ছিনতাই করে একটি চক্র। আমরা রাতভর অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে ১১ বস্তা ও শরীফুল ইসলাম সবুজের বাঁশঝাড় থেকে ৩৬ বস্তা সার উদ্ধার করেছি। এ ঘটনায় তদন্ত করে ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিয়াজ আহমেদ সিপন/আরএআর