ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ফরিদপুরের নগরকান্দায় একটি অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নাগারদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক শাওন মাতুব্বর (২৫) ও আরোহী মো. তাজিম সরদার (২০)। নিহত শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতব্বরের ছেলে। আর তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফর্দী গ্রামের হাবিব সরদারের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ওই মোটরসাইকেলে চালক ও দুই আরোহীসহ মোট তিনুজন ছিলেন। অপর আরোহী খালিদ শেখ (১৮) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, একটি মোটরসাইকেলে শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার ভাঙ্গার মনসুরাবাদ থেকে নগরকান্দার জয়বাংলার মোড় এলাকায় যাচ্ছিলেন। তারা নগরকান্দা উপজেলার নাগারদিয়া এলাকায় এলে পেছন দিক থেকে ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় তাজিম সরদার ঘটনাস্থলেই মারা যান। পরে আহত দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শাওন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। এ সময় অপর গুরুতর আহত খালিদ শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আব্দুল্লাহ হেল বাকী বলেন, এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জহির হোসেন/আরএআর