সেবার মান বাড়িয়ে শেবাচিম হাসপাতাল সবার শীর্ষে নিয়ে যাব : পরিচালক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম মশিউল মুনির বলেছেন, ১৯৬৮ সালের প্রতিষ্ঠিত হাসপাতালটি দেশের অন্যসব হাসপাতাল থেকে পিছিয়ে। এখানে জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম—সব কিছুই অপ্রতুল। এসব ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য সরকারি টাকা শতভাগ কাজে লাগিয়ে সেবার মান বৃদ্ধি করে হাসপাতালটি সবার শীর্ষে নিয়ে যেতে চেষ্টা করবো।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পরিচালক আরও বলেন, জনস্বার্থে লুকোচুরির কিছু নাই। সারা দেশে সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা আছে বলেই বাংলাদেশ সেনাবাহিনী থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই হাসপাতালের রোগীদের ভালো মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি পূরণের চেষ্টা করবো। সে লক্ষ্যে সাংবাদিকদের তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, এই হাসপাতালে বিভিন্ন অনিয়ম দীর্ঘদিনের। সেগুলো সবার সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে সমাধান করা হবে। সরকারি অর্থ কোনোভাবেই অপচয় করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাস্থ্য সেবা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। কাউকে পুকুর চুরি করতে দেওয়া হবে না। এ সময় তিনি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে তার পড়ালেখা এবং অভিজ্ঞতা তা দিয়ে শীর্ষ অবস্থানে পৌঁছতে এবং হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় বরিশালে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২৫ নভেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর এসজিপি, এসইউপি, এমবিবিএস, এমফিল, এমপিএইচ, এমডিএম।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে