পিরোজপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে সাপের কামড়ে মো. সুলতান খান (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুলতান খান উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খেজুরতলা এলাকার কলম খানের ছেলে।
নিহত সুলতান খানের ছেলে কাওসার খান বলেন, আমার বাবা সুলতান খান রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাড়ির কাছের মাছের ঘেরে মাছের খাবার দেন। পরে ঘেরে পাশে ঘাস দেখে তা পরিষ্কার করতে যান। এ সময় একটি সাপ তার বাম হাতের কনুইয়ের ওপর কামড় দেয়। পরে তিনি বাসায় ফিরে বিষয়টি আমাদের জানালে আমরা তার হাত বেঁধে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগেরহাটে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাবুল খান বলেন, সাপের কামড়ে মো. সুলতান খান নামে এক কৃষককে মাছের খাবার দেওয়ার সময় একটি সাপ কামড় দিলে পরিবার তাকে নিয়ে পাশের জেলা বাগেরহাটে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, পরিবারের দেওয়া সাপের বর্ননা অনুযায়ী ধারণা করা হচ্ছে সাপটি কিং কোবরা জাতের একটি সাপ। এ ধরনের সাপ খুবই বিষক্ত হয়ে থাকে। মূলত খাদ্য ও আবাসস্থলের সংকটের কারণে এই সাপ লোকালয়ে এসেছে।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, শুনেছি সাপের কামড়ে মো. সুলতান খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শাফিউল মিল্লাত/আরকে