নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা
উত্তরের জেলা নওগাঁয় বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরেই এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন সূর্যের দেখা মিললেও নেই কোনো তীব্রতা। যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষদের।
নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষনাগারের তথ্য মতে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঘন কুয়াশা এবং মৃদু শৈত্য প্রবাহের কারণে শীতের প্রকোপ বেশি। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহন গুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এখনো দেখা মেলেনি সূর্যের।
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের বরুনকান্দি গ্রামের কৃষক দুলাল হোসেন বলেন, গত দুই তিন দিনের তুলনায় শীত আজকে অনেক বেশি। সকালবেলা কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছে। শীতে হাত-পা কাঁপছে করছে। ঠান্ডায় বের হতে খুব কষ্ট হলেও এখন পেটের দায়ে এই ঠান্ডার মধ্যে বের হয়ে কাজে যেতে হয়। তাছাড়া তো সংসার চালানো যাবে না।
নওগাঁ বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা আরমান হোসেন বলেন, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা বেশি। ঘন কুয়াশা থাকার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে বলে ধারণা করা যাচ্ছে।
আরকে