বরগুনায় ১৫ দিনে ২২ লাখ টাকার ঘোপজালসহ বিপুল পরিমাণ খুঁটি জব্দ
বরগুনায় অবৈধ ঘোপজাল বন্ধে গত ১৫ দিনে বিভিন্ন নদীতে মোট ৭টি অভিযান পরিচালনা করেছে পাথারঘাটা উপজেলা মৎস্য বিভাগ। এতে প্রায় ১৫ হাজার মিটার ঘোপজাল ও ১২ হাজার গাছের খুঁটি জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২২ লাখ টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (৮ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে নৌ-পুলিশের সহযোগিতায় প্রায় ৫ ঘন্টাব্যপী একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান থেকে জব্দ করা হয় ১ হাজার মিটার ঘোপজাল ও ৮৫০ টি গাছের খুঁটি, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কিছু অসাধু জেলে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বনের গাছ কেটে খুঁটি তৈরি করে ঘোপ জালের মাধ্যমে মাছ শিকার করছিলেন। এতে একদিকে যেমন বনের গাছ উজাড় হচ্ছিল, অপরদিকে এ-সব ঘোপজালে ইলিশসহ নানা প্রজাতির পোনামাছ আটাকা পড়ত। ফলে অবৈধভাবে মাছ শিকার এবং বনের গাছ ধ্বংসরোধে গত ১৫ দিনে ৭ টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বরগুনার বিভিন্ন নদী ও সাগর মোহনা থেকে প্রায় ১৫ হাজার মিটার ঘোপজাল এবং ১২ হাজার গাছের খুঁটি উদ্ধার করা হয়। তবে অবৈধভাবে খুঁটি গেড়ে ঘোপজালের মাধ্যমে মাছ শিকারের দায়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল হক ঢাকা পোস্টকে বলেন, বছরের এ সময়ে অবৈধভাবে কিছু অসাধু জেলে পাথারঘাটার বলেশ্বর নদীর বিভিন্ন এলাকায় ঘোপজাল দিয়ে মাছ শিকার করেন। ইলিশসহ নানা প্রজাতির পোনামাছ সংরক্ষণে ঘোপজাল দিয়ে মাছ শিকার বন্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৫ দিনে ৭টি অভিযানে জব্দকৃত সকল জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সকল প্রকার নিষিদ্ধ জাল দিয়ে নদীতে মাছ শিকার বন্ধে মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোঃ আব্দুল আলীম/এসএমডব্লিউ