দেবিদ্বারে বিল থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লা দেবিদ্বারে একটি বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (৩৮) এবং খাগড়াছড়ির রামগড় এলাকার মোহন মিয়া (৩৬)। তারা উভয়ে স্থানীয় একটি ব্রডব্যান্ড প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সকালে বিলের মধ্যে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এএসপি শাহিন বলেন, মরদেহ দুটির সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/আরকে