বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ
দেশে চলমান পরিস্থিতিতে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চিরুলিয়া-বিষ্ণুপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আ. মাবুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবিলা এবং যাতে এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোনো বিভেদ তৈরি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আবু তালেব/জেডএস