নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চালাকচর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও আকাশ। তাদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
জানা যায়, দুপুরে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক লে. কর্নেল জয়নুল আবেদীন নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা তাদের বাঁধা দেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। জয়নুল আবেদীনের গাড়িসহ আরও অন্তত তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এ সময়।
এ বিষয়ে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, এ ঘটনার বিষয়ে এখনও আমি তেমন কিছু জানি না।
অন্যদিকে লে. কর্নেল জয়নুল আবেদীন বলেন, চালাকচর বাজারে শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার গাড়ি এবং নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাঙচুরসহ পাঁচজন নেতাকর্মী আহত হন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তন্ময় সাহা/এমএইচ