ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি
কাজের সন্ধানে ভারতে গিয়ে দেড় বছরের কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি যুবক।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়।
ফেরত আসা যুবকরা হলেন—সুজন ফকির (২৮), আব্দুল মোনাব (৩০), রেদোয়ান (২৫), নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), খাইরুল ইসলাম (২৯), সামাদ মিয়া (২৩), শাহাদত হোসেন (৩৪)। তাদের বাড়ি যশোর, নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, ফেরত আসা যুবকরা ভারতের বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে গিয়ে ভারতীয় পুলিশের কাছে আটক হন। পরে আদালত তাদের দেড় বছরের সাজা দেন। কারাভোগ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ৯ জন যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এমএইচ/এএমকে