ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে : মতিন
বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মানজুর আল মতিন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার মংলারগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মানজুর আল মতিন বলেন, বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু মুসলিম সবার বাংলাদেশ। সে কারণে ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে- এটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। এটা মনে রাখতে হবে।
দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার দাবি করেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, যে ধর্ম অবমাননা করেছে তাকে পুলিশ ধরেছে। এখন এই সূত্র ধরে যারা একজনের দোষের কারণে অন্য হিন্দু বাড়িতে হামলা করেছে- এসব হামলাকারীদের বিচার করতে হবে। আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই যেন না ঘটে। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদের শিশুসহ পালিয়ে যাওয়া এটা আমার বাংলাদেশে হতে পারে না। এরা আগেও দীর্ঘদিন সম্প্রীতির সঙ্গে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কারা এই মানুষগুলোকে উত্তেজিত করছে, এক জায়গায় জড়ো করছে, কারা জড়ো করে নিয়ে আসছে, এরা কারা। কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।
এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রিতম দাশ, চিকিৎসক অ্যাক্টিভিস্ট তাজনুবা জাবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তামিম রায়হান/আরএআর