‘ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে বিভক্ত করতে পারবে না’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। কারণ এদেশের মানুষ এক ও অভিন্ন। ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। ভারতে সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই থাকে। তাদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে বিভক্ত করতে পারবে না।
শনিবার (ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সুবিধাবঞ্চিত প্রায় এক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের পুতুল সরকারকে এদেশের জনগণ হটিয়ে দেওয়ার পর থেকে তারা এমন অপপ্রচারে নেমেছে। এ সময় দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর