ভারতের আগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে লাল পতাকা মিছিল
বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রাসন ও দূতাবাসে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাসদ জেলা শাখার ব্যানারে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপের দাবি জানানো হয়।
এর আগে লাল পতাকা হাতে দলের নেতাকর্মীরা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক আবদুল মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মণ্ডল ও অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রিয়াজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভারতের আগ্রাসন রুখতে দেশের মানুষ প্রস্তুত। তাদের কোনো অন্যায় দাবি মেনে নেওয়া হবে না। পাশাপাশি দূতাবাসে হামলার প্রতিবাদ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরো কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি জানান বাসদের নেতাকর্মীরা।
হাসান মাহমুদ শাকিল/জেডএস