আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রিভলবারসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) ভোররাত পৌনে ৩টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মেঘনা নদীর দক্ষিণ পাড়ের এক পরিত্যক্ত ব্রিকস্ ফিল্ডের উত্তরপূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন—মো. মুছা মিয়া (৪৪), হুমায়ূন (৪৫), মো. হাশেম মিয়া (৪২)। মুছা মিয়া ও হুমায়ূন দূর্গাপুর ও হাশেম মিয়া বাহাদুর গ্রামের বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা যায়, খবর আসে দুর্গাপুরের মেঘনা নদীর দক্ষিণ পাড়ে হুমায়ুন কবীর রানার পরিত্যক্ত ব্রিকস্ ফিল্ডের উত্তরপূর্ব পাশে এক দল ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। এরপর শনিবার ভোররাত পৌনে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সেখান পুলিশের অভিযান পরিচালনা করলে মুছা মিয়া, হুমায়ূন ও হাশেম নামের তিন ডাকাতকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি কাঠের হাতলযুক্ত পুরাতন রিভলভার, তিনটি রিভলবারের বুলেট, দুটি রামদা, তিনটি ছোরা, একটি চাপাতি ও একটি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল তাদের কাছ থেকে জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। তিনজন ডাকাতকে আটক করা হয়েছে।
মাজহারুল করিম অভি/এএমকে