‘লক্ষণ সেনের মতো শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক বলেছেন, যখন মাত্র ১৮ জন সৈনিক লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করেছিল। তখন লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঠিক তেমনিভাবে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে তার আপন দেশে পালিয়ে গেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার বানসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা নিজাম উদ্দিন ফারুক আরও বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো শাসকের এভাবে পালিয়ে যাওয়া বিরল ঘটনা। শেখ হাসিনা সেই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছেন। বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। তিনি এখন ভারতে গিয়েও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। বাংলাদেশের মানুষ এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না।
আরও পড়ুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা আকতার হোসেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল শাহাজানপুর ব্রাঞ্চের সুপারিনটেনডেন্ট ডা. হারুনুর রশীদ, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, জামায়াতের ঢাকা উত্তর খান সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি সামছুল কবির বাহার প্রমুখ।
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
হাসিব আল আমিন/আরকে