এ দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছি, এটাই আমাদের অহংকার
আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও গবেষক বিবি রাসেল বলেছেন, ‘বাংলাদেশ ছাড়া পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ নিজের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য যুদ্ধ করেছে। আমরা এ দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছি এটাই আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ আমাদের সেরা অর্জন।’
গতকাল বাংলাদেশের তাঁতশিল্পের প্রচার ও প্রসারে ফরিদপুরে আয়োজিত তিন দিনব্যাপী বিবির মেলায় তিনি এসব কথা বলেন।
বিবি রাসেল বলেন, আমরা আমাদের দেশকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি না। আমাদের অনেক কিছু ছিল, অনেক কিছু আছে। কিন্তু তা মিউজিয়ামে গিয়ে আপনারা দেখবেন না। মিউজিয়ামে গিয়ে দেখবেন আট টুকরা কাপড় তার নাম মসলিন। মসলিন যদি তারা ওই সময় করতে পারে তাহলে এখনও আমাদের কেন এত হতশ্রী দশা।
বিবি রাসেল বলেন, আমাদের কী আছে! এক আঙুল দিয়ে পৃথিবী দেখতে পারি। আমাদের বাচ্চারা কী শিখবে । ওরা কি জানে আমাদের দেশে কী আছে?
‘শৈশব একটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ’-মন্তব্য করে বিবি রাসেল বলেন, আমার দুটো পা মাটিতে আছে, আমি যে ঘরে জন্ম নিয়েছি আমার মা বাবা আমাকে মাটি ছুঁতে দিয়েছে। আমি মাটি না ছুঁলে মাটির কাছে যাবো কী করে। আমি বলবো ঘরের শিক্ষাই বড় সবচেয়ে বড় শিক্ষা। আমার মা-বাবা আমাকে দেশপ্রেম ইনজেকশন দিয়ে আমার শরীরে ঢুকিয়ে দেয়নি তবে উপলব্ধি করার শিক্ষা দিয়ে গেছেন। আমাদের শিক্ষার মান অনেক উঁচু ছিল। ডিজিটালের এত আয়োজন ছিল না। আমরা ডিজিটাল প্রযুক্তি মিসইউজ করি।
বিবি রাসেল বলেন, একটা মানুষের সামনেরটা যে রকম সুন্দর, ভিতরটাও তেমনি সুন্দর হতে হয়। তোমরা যখন কাপড় বানাবে অথবা কাজ করবে শুধু সামনে সুন্দর করো না। পিছনে যেন ময়লা না থাকে সেদিকেও খেয়াল রেখো, দুটো দিকই যেন সুন্দর হয়।
উদ্যোক্তাদের উদ্দেশ করে তিনি বলেন, আমি বলব তোমরা ১০টা জিনিস বানালে দুটো দেশীয় জিনিস বানাবে। তোমরা বলো না যে আমার পয়সার সমস্যা। তোমরা বাংলাদেশকে দেখো, অন্যকেও দেখাও।
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ৬, ৭ ও ৮ ডিসেম্বর তাঁত ও লোক শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন উদ্যোক্তা নিয়ে এ মেলার আয়োজন করা হয়।
আরও পড়ুন
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে’ ও ‘আমরা করবো জয়’ গান দুটি পরিবেশন করা হয়।
জহির হোসেন/এনএফ