পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, দিনভর কুয়াশা
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে প্রায় জেঁকে বসতে শুরু করেছে শীত। দিনভর কুয়াশা থাকায় কমেছে তাপমাত্রা। এতে শীত আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার রেকর্ড ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন সকালে দেখা যাচ্ছিল না কুয়াশা। শুক্রবার ভোর থেকেই দেখা যায় কুয়াশা ঢাকা প্রকৃতি। সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা গেছে হালকা কুয়াশা মোড়ানো প্রকৃতি। সূর্যের রোদ ছড়ালেও ছিল না উষ্ণতা। বিকেল গড়লেই বইছে উত্তরের হিমেল হাওয়া। হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীত।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, গত ১০ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের হিমপ্রবণ এ জেলায়। বিকেল গড়লেই শুরু হয় পাহাড়ি হিম বাতাস। রাত থেকে ভোর পর্যন্ত এ হিমবাতাসে জড়ায় কুয়াশায়। গত কয়েকদিন ভোর সকালে ঝলমলে রোদ দেখা মিললেও শুক্রবার কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি।
স্থানীয়রা বলছেন, আজ দিনভর কুয়াশায় মোড়ানো ছিল। সূর্য দেখা দিলেও ছিল না রোদের তেজ। বিকেল হতেই ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু করেছে। এমনিতে এখন সন্ধ্যার পর থেকেই শুরু হয় শীতের প্রকোপ। শীত নিবারণে লেপ, কম্বল ও কাঁথা নিতে হচ্ছে রাতে।
এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগব্যাধি। জেলার সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শসহ চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, আগের থেকে দিনের তাপমাত্রা কমেছে। শুক্রবার বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রেকর্ড ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ফলে দিনভর হালকা কুয়াশা থাকতে দেখা গেছে।
এসকে দোয়েল/এমএসএ